Solution
Correct Answer: Option A
- বাংলাদেশ OPEC (Organization of the Petroleum Exporting Countries) এর সদস্য নয়।
- OPEC হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা, যার সদস্য দেশগুলো মূলত তেল উৎপাদনকারী দেশ।
- বাংলাদেশ তেল উৎপাদনকারী দেশ নয় এবং তাই OPEC এর সদস্য নয়।
- অন্যদিকে, বাংলাদেশ IMF (International Monetary Fund), ILO (International Labour Organization), এবং OIC (Organization of Islamic Cooperation) এর সদস্য।
- বাংলাদেশ IMF এর সদস্য ১৭ জুন ১৯৭২ থেকে, ILO এর সদস্য ২২ জুন ১৯৭২ থেকে এবং OIC এর সদস্য ১৯৭৪ সাল থেকে।