বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?

A এ এন হামিদুল্লাহ

B মোহাম্মদ ফরাস উদ্দিন

C খোরশেদ আলম

D ফেরদৌস হোসেন

Solution

Correct Answer: Option A

- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক।
-  বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ এর মাধ্যমে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে।
- এর কার্য নির্বাহী প্রধান ‘গভর্নর’ হিসেবে আখ্যায়িত।
- ১ টাকা এবং ২ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব।
- বিশিষ্ট অর্থনীতিবিদ এ. এন. এম. হামিদুল্লাহ্‌  বাংলাদেশ ব্যাংকের  প্রথম গভর্নর। ১৯৭২ সালের ১৮ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগ করেন ১৯৭৪ সালের ১৮ নভেম্বর।

বাংলাদেশ ব্যংকের গভর্নরবৃন্দ:
- প্রথম : এ.এন. হামিদুল্লাহ
- দ্বিতীয় : এ.কে.এন. আহমেদ
- তৃতীয় : এম. নুরুল ইসলাম
- চতুর্থ : সেগুফতা বখত চৌধুরী
- পঞ্চম : খোরশেদ আলম
- ষষ্ঠ : লুৎফর রহমান সরকার
- সপ্তম : মোহাম্মদ ফরাসউদ্দিন
- অষ্টম : ড. ফখরুদ্দিন আহমেদ
- নবম : ড. সালেহউদ্দিন আহমেদ
- দশম : ড. আতিউর রহমান
- ১১তম : ড. ফজলে কবীর।
- ১২তম : আব্দুর রউফ তালুকদার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions