বাংলায় ‘ছিয়াত্তরের মন্বন্তর' এর সময় কাল-

A ১৭৭০ খ্রি.

B ১৭৬০ খ্রি.

C ১৭৬৫ খ্রি.

D ১৭৫৬ খ্রি.

Solution

Correct Answer: Option A

রবার্ট ক্লাইভের দ্বৈতশাসন নীতি, অনাবৃষ্টি, খরা ও ফসলহানির কারণে ১৭৭০ সালে (বাংলা ১১৭৬) ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যা ইতিহাসে “ছিয়াত্তরের মন্বন্তর" নামে। পরিচিত। এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়। এ সময় বাংলার গভর্নর ছিলেন জন কার্টিয়ার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions