Solution
Correct Answer: Option A
● ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ: বসুমতী, অবনি,অবনী, বসুন্ধরা, বসুধা, বসুমাতা, ধরা, ধরিত্রী, ধরাতল, মেদিনী, মহি, পৃথ্বী, অদিতি, অখিল, ভূ, ভূলোক, ভুবন, ভূতল, উর্বী, বিশ্ব, জগৎ, ক্ষিতি, ক্ষিতিতল, মর্ত্য, দুনিয়া, জাহান, ধরণি, ধরাধাম।
● পতি অর্থ স্বামী, প্রভু;
● মনোহর অর্থ রমণীয়, চিত্তাকর্ষক;
● জলধি অর্থ সমুদ্র।