নিত্য অতীতকালের উদাহরণ কোনটি?
A তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো
B তারা মাঠে খেলছিল
C আমরা রংপুর যাব
D ভালোভাবে পৌঁছে যেও
Solution
Correct Answer: Option A
অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে
ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন:
তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত। তারা মাঠে খেলছিল
(ঘটমান অতীতকাল)। আমরা রংপুরে যাব (সাধারণ
ভবিষ্যৎ কাল) । ভালোভাবে পৌঁছে যেও (অনুজ্ঞা ভবিষ্যৎ)।