Solution
Correct Answer: Option B
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক ‘বহিপীর’ (১৯৬০)। নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর অসংখ্য ভক্তের আঞ্চলিক ভাষাকে রপ্ত করতে না পারার কারণে বইয়ের ভাষায় কথা বলেন এবং ভক্তদেরকেও বইয়ের ভাষায় কথা বলতে উৎসাহিত করেন বলে তাকে বহিপীর বলা হয়। বহিপীর ধর্মকে কিভাবে নিজের সুবিধার্থে কাজে লাগিয়ে শাসক ও শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তা নাটকটিতে খোদেজা, হকিকুল্লাহ।
- মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’ ফুটে উঠেছে। চরিত্র: বহিপীর, তাহেরা, হাতেম, হাসেম, (১৯৬৬);
- মামুনুর রশীদ রচিত নাটক 'ওরা কদম আলী' (১৯৭৬);
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।