Solution
Correct Answer: Option D
এডিস (Ades) নামক এক জাতীয় মশা দ্বারা ডেঙ্গু রোগ ছড়ায়। এডিস মশা দেখতে নীলাভ কালো, দেহে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। এডিস ইজিপটাই ও এডিস এলবোপিকটাস এ দুই প্রজাতির স্ত্রী মশা আমাদের দেশে ডেঙ্গু ছড়ায়। অন্যদিকে, কিউলেক্স জাতীয় স্ত্রী মশার কামড়ে গোদ রোগ হয়। আর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়।