বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে নেয়-

A নদ-নদী

B মহাসাগর

C গাছপালা

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস সূর্য। সূর্য রশ্মি সরাসরি বায়ুমণ্ডল উত্তপ্ত করতে পারে না। সূর্যতাপে ভূ-পৃষ্ঠ প্রথমে উত্তপ্ত হয় এবং ঐ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বায়ুমণ্ডল পরোক্ষভাবে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডল প্রধানত বিকিরণ, পরিবহন, পরিচলন তাপ শোষণ পদ্ধতিতে উষ্ণ হয়। আর বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০ শতাংশের বেশি শোষণ করে গাছপালা ও লতা গুল্ম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions