টাকায় ১০টি করে কমলা কিনে টাকায় ৮টি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
Solution
Correct Answer: Option B
১ টি কমলার ক্রয়মূল্য ১/১০ টাকা
১ টি কমলার বিক্রয়মূল্য ১/৮ টাকা
∴ লাভ = (১/১০) - (১/৮ ) টাকা
= (৫ - ৪)/৪০
= ১/৪০
লাভের হার = {(১/৪০)/(১/১০) × ১০০}%
= (১০০×১০) /৪০%
= ২৫%