ভলিবল খেলা উৎপত্তি হয় কোন দেশে?
A জাপান
B ফ্রান্স
C ইংল্যান্ড
D যুক্তরাষ্ট
Solution
Correct Answer: Option D
- ভলিবল খেলা উৎপত্তি হয় যুক্তরাষ্ট্র-এ।
- ১৮৯৫ সালে উইলিয়াম জি. মরিস নামক একজন আমেরিকান শারীরিক শিক্ষাবিদ এই খেলার উদ্ভাবন করেন।
- তিনি তখন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (MIT) একজন সহকারী অধ্যাপক ছিলেন।