হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতির নাম কি ?
Solution
Correct Answer: Option D
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতির নাম লারোস।
বিমানবন্দের তৃতীয় টার্মিনালের নকশা করেছেন রোহানি বাহরিনের। রোহানি বাহরিন হলেন সিঙ্গাপুরের সিপিজি কনসালট্যান্ট লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাও তৈরি করেছিলেন রোহানি বাহরিন। বলা হচ্ছে, অনেকটা চাঙ্গি বিমানবন্দরের আদলেই তৈরি হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। রোহানি বাহরিনের নকশা বাস্তবায়ন করছে জাপানি দুই কোম্পানি মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং করপোরেশন।
সোর্সঃ প্রথম-আলো