"আসাদের শার্ট' কবিতার রচয়িতা কে?

A ওবায়দুল্লাহ জাফর

B শামসুর রহমান

C শামসুদ্দিন আল আজাদ

D প্রথম চৌধুরী

Solution

Correct Answer: Option B

- উনসত্তরের গণঅভ্যুত্থানে ২০ জানুয়ারি ছাত্রনেতা আসাদ পুলিশের গুলিতে নিহত হলে তার রক্তমাখা শার্টকে উপলক্ষ করেই নাগরিক কবি শামসুর রাহমান ‘আসাদের শার্ট’ কবিতাটি রচনা করেন
- কবিতাটি কবির ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- তার আরো দুটি বিখ্যাত কবিতা হলো- ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’।

• বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও একজন নাগরিক কবি ছিলেন শামসুর রহমান (১৯২৯-২০০৬)।
শামসুর রহমানের কাব্যগ্রন্থ:
- রৌদ্র করোটিতে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- ইকারুসের আকাশ,
- শুনি হৃদয়ের ধ্বনি,
- অন্ধকার থেকে আলোয়, 
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions