বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?

A মসলিন

B শীতল পাটি

C জামদানী

D ইলিশ

Solution

Correct Answer: Option C

• কোন একটি দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি যদি কোন একটি পণ্য উৎপাদনে ভূমিকা রাখে, তাহলে সেটিকে ঐ দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। Geographical Indicators (GI) পণ্যের স্বীকৃতি দেয় WIPO।

• বর্তমানে বাংলাদেশের GI পণ্য ১৭টি। 

• ১৬ তম জি আই পণ্যের স্বীকৃতি পায় বাংলাদেশের সিলেটের শীতলপাটি (২০ জুলাই ২০২৩) এবং সর্বশেষ ১৭ তম জি আই পণ্যের স্বীকৃতি পায়- নাটোরের কাঁচাগোল্লা (৮ আগস্ট ২০২৩)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions