আবহাওয়া ৯০% আর্দ্রতা বলতে কী বোঝায়?

A বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%

B বাতাসে জলীয়বাম্পের পরিমাণ ৯০%

C বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থা ৯০%

D বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%

Solution

Correct Answer: Option C

বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুর আর্দ্রতা ২ ভাগে প্রকাশ করা যেতে পারে-
    ১.পরম আর্দ্রতা
    ২.আপেক্ষিক আর্দ্রতা
 
- বায়ুর আদ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।
- বাতাসে তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে
- দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক প্রথমটি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions