Solution
Correct Answer: Option D
সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা
হিসেবে অভিহিত করা হয়। সাধারণ মানুষের মুখের ভাষাকে
চলিত ভাষা বলে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো:
সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল। সাধু রীতিতে সর্বনাম ও
ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অপরদিকে,
চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর
রূপ লাভ করে। সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের
পূর্ণরূপ ব্যবহার করা হয়। অপরদিকে, চলিত রীতিতে
সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়।
যেমন যেমন: পার হইয়া (সাধু), পেরিয়ে (চলিত); পূর্বেই
(সাধু), আগেই (চলিত); অদ্য (সাধু), আজ (চলিত)।