দূর থেকে আমরা কোন রং আগে দেখতে পাই?

A নীল

B সবুজ

C হলুদ

D লাল

Solution

Correct Answer: Option D

- তড়িৎচুম্বকীয় বর্ণালির যে অংশ মানুষের চোখে দৃশ্যমান হয় তাকে দৃশ্যমান বর্ণালি বলে। এর তরঙ্গ দৈর্ঘ্য ৪০০০-৮০০০ (Aº) পর্যন্ত বিস্তৃত। দৃশ্যমান বর্ণালির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল আলোর কিন্তু এর বিচ্যুতি সবচেয়ে কম এবং সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বেগুনি আলোর। 
 
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় আমরা বেশি দূর থেকে দেখতে পারি। 
- বর্ণালির তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজালে পাই বেগুনি → নীল আসমানি → সবুজ হলুদ → কমলা → লাল (বেনিআসহকলা)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions