বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্তপুর্ণ বাগধারাঃ
» ওষুধে ধরা – প্রার্থিত ফল পাওয়া।
» ওষুধ করা – গুণ করা।
» ওষুধ পড়া – সঠিক ব্যবস্থা নেওয়া।
» কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।
» কলমি কাপ্তেন – দরিদ্র কিন্তু বিলাসী।
» কাক ভূষণ্ডি – সম্পূর্ণ ভেজা।
» কাটনার কড়ি – উপার্জন সামান্য।
» কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক।