'সপ্তমে চড়া' বাগধারাটির অর্থ কী?

A হঠাৎ ধনী হওয়া

B অসম্ভব বস্তু

C অহংকার করা

D প্রচণ্ড উত্তেজনা

Solution

Correct Answer: Option D

'সপ্তমে চড়া' বাগধারাটির অর্থ - 'প্রচণ্ড উত্তেজনা'।
- সহকর্মীর মিথ্যা অভিযোগ শুনে তার মেজাজ সপ্তমে চড়ে গেল।

অন্যদিকে,
‘আঙুল ফুলে কলাগাছ’ বাগধারটি অর্থ - হঠাৎ ধনী হওয়া
'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু
'ধরাকে সরা জ্ঞান' বাগধারাটির অর্থ - 'অহংকার করা'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions