Solution
Correct Answer: Option B
- কারক ৬ প্রকার।
যথা:
১. কর্তৃকারক,
২. কর্মকারক,
৩. করণ কারক,
৪. সম্প্রদান কারক,
৫. অপাদান কারক,
৬. অধিকরণ কারক।
উল্লেখ্য, ৯ম-১০ম শ্রেণির ব্যাকরণের নতুন সিলেবাসে 'সম্প্রদান কারক' বাদ দিয়ে এর স্থলে 'সম্বন্ধ কারক' প্রতিস্থাপন করা হয়েছে।