A উপকূলীয় ও জোয়ার-ভাটা প্লাবিত অঞ্চলে জন্ম নেওয়া বৃক্ষের অরণ্য
B ক্রান্তীয় চিরহরিৎ এবং পারাঝরা গাছের বনভূমি
C ক্রান্তীয় পারাঝরা গাছের বনভূমি
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
-ম্যানগ্রোভ বনায়ন হলো উপকূলীয় ও জোয়ার-ভাটা প্লাবিত অঞ্চলে জন্ম নেওয়া বৃক্ষের অরণ্য।
-এই অঞ্চলে জন্ম নেওয়া বৃক্ষগুলির মধ্যে রয়েছে সুন্দরী, গেওয়া, বাইন, খলসি, গোলপাতা, হেতাল ইত্যাদি।
-এই বৃক্ষগুলি জলমগ্ন অবস্থায় বেঁচে থাকতে পারে এবং সমুদ্র থেকে আগত ঢেউ এবং জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে সাহায্য করে।