Solution
Correct Answer: Option C
- বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
- ধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় বর্ণ।
- বাংলা ভাষায় মোট বর্ণ ৫০ টি। তারমধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।
- বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনির সংখ্যা ৩৭টি।
- এর মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি ও মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।