Solution
Correct Answer: Option C
-সোপান অঞ্চলের বনভূমির প্রধান বৃক্ষ গজারী।
-গজারী বা শাল নামেও পরিচিত এই বৃক্ষটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রংপুর, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় অবস্থিত সোপান অঞ্চলের বনভূমিতে প্রচুর পরিমাণে জন্মে।
-এই অঞ্চলের মাটি ও আবহাওয়া গজারী বৃক্ষের জন্য অত্যন্ত অনুকূল। গজারী একটি পাতাঝরা বৃক্ষ। এর কাঠ শক্ত ও মজবুত। এটি আসবাবপত্র, খুঁটি, ঘরের ছাউনি, নৌকা, রেলের স্লিপার ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।