তুহিন অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘণ্টায় ৫ কি.মি. বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘণ্টায় ৩ কি.মি. বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘণ্টায় কত কি.মি.?
Solution
Correct Answer: Option C
যখন দুটি সমান দূরত্ব ভিন্ন ভিন্ন গতিবেগে অতিক্রম করা হয়, তখন গড় বেগের একটি সূত্র আছে।
ধরি, প্রথম গতিবেগ (v1) = ৫ কি.মি./ঘণ্টা এবং দ্বিতীয় গতিবেগ (v2) = ৩ কি.মি./ঘণ্টা।
গড় বেগের সূত্রটি হলো: গড় বেগ = (2 * v1 * v2) / (v1 + v2)
এখন আমরা মানগুলো বসিয়ে দিই:
গড় বেগ = (২ × ৫ × ৩) / (৫ + ৩)
= ৩০ / ৮
= ১৫/৪
অতএব, তার গড় বেগ ঘণ্টায় ১৫/৪ কি.মি.।