Solution
Correct Answer: Option B
- হৃৎপিণ্ডের নিলয় সংকোচনে রক্তচাপের দরুণ ধমনীর গাত্র প্রসারিত হয়ে ঢেউ এর মতো শরীরের প্রত্যন্ত অংশে ছড়িয়ে পড়াকে পালস বলে।
- পালস অনুভব করা হয় ধর্মনীর গারে।
- প্রতি মিনিটে হৃদস্পন্দনের গতি (pulse rate) ৭২/ মিনিট। পালস দেখে হৃৎপিণ্ডের গতি নির্ণয় করা যায়।
- সাধারণত কবজির কাছে রেডিয়াল ধমনীতে পালস অনুভব করা হয়।
- পালস অনুভবের সময় হাতের তিন আঙ্গুল ব্যবহার করা হয়।