'তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণীষী বাক্যেই তো জীবন্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে' চলিত ভাষায় এই বাক্যে ভুল সংখ্যা কয়টি?
Solution
Correct Answer: Option A
- 'তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী -বাক্যই তো জীবম্সৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।' বাক্যটি সাধু রীতিতে রয়েছে।
বাক্যটির চলিতরূপ হলো:
তিনি হাঁটতে হাঁটতে ভাবতেছিলেন শুধুমাত্র মনীষী - বাক্যই তো জীবম্সৃত যুব সমাজের কল্যাণ বয়ে আনতে যথেষ্ট নয়।
- উপরোক্ত সাত জায়গায় বাক্যটিতে ভুল ছিল।