মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'আগুনের পরশমণি' এর পরিচালক কে? 

A হুমায়ূন আহমেদ

B শিবলী সাদিক

C অরন্য আনোয়ার

D পঙ্কজ পালিত

Solution

Correct Answer: Option A

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র   -  পরিচালক
• ওরা ১১  - জন চাষী নজরুল ইসলাম
• একাত্তরের যীশু -নাসিরউদ্দিন ইউসুফ
• আমার বন্ধু রাশেদ- মোরশেদুল ইসলাম
• অনিল বাগচীর একদিন-  মোরশেদুল ইসলাম
• গেরিলা-   নাসিরউদ্দিন ইউসুফ
আগুনের পরশমণি -  হুমায়ূন আহমেদ
• শ্যামল ছায়া -  হুমায়ূন আহমেদ
• আবার তোরা মানুষ হ - খান আতাউর রহমান
• Stop Genocide, A State is Born (প্রামাণ্য চিত্র)- জহির রায়হান
• ১৯৭১ (প্রামাণ্য চিত্র)-  তানভীর মোকাম্মেল
• রিফিউজি ৭১(প্রামাণ্য চিত্র) -  বিনয় রায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions