Solution
Correct Answer: Option D
- বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা বানান অভিধান অনুসারে, যেকোনো দেশ, ভাষা ও জাতির নাম লিখতে ই-কার (ি) হবে।
- যেমন: আমেরিকা, গ্রিস, জার্মানি, ইতালি, হাঙ্গেরি।
- তবে, চীন, শ্রীলংকা, মালদ্বীপ দেশের নামে দীর্ঘ, ঈ-কার বজায় থাকবে।