অনুদিত গ্রন্থ ‘পদ্মাবতী' এর মূল গ্রন্থের নাম কি?
Solution
Correct Answer: Option A
- ‘পদ্মাবতী’ (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।
- মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত ‘পদুমাবৎ' অবলম্বনে আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন।
- পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ।
- মনঝনের হিন্দি ভাষার মধুমালত কাব্য থেকে ‘মধুমালতী' নামে অনুবাদ করেন মুহম্মদ কবীর, সৈয়দ হামজা ও শাকের মুহম্মদ।
- লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী হিন্দি কবি সাধনের ‘মৈনাসত’ কাব্য অবলম্বনে তিন খণ্ডে ‘লোরচন্দ্রাণী ও সতীময়না' রচনা করেন।