ত্রিভুজের দুইটি কোণের অনুপাত ২ : ৩। একটি কোণ ৭৫° হলে, অন্য দুটি কোণের পরিমাণ কত?
Solution
Correct Answer: Option A
ত্রিভুজের একটি কোণ ৭৫° হলে,
অপর দুইটি কোণের সমষ্টি = ১৮০° - ৭৫° = ১০৫°
দেওয়া আছে,
কোণ দুইটির অনুপাত = ২ : ৩
ধরি, কোণদ্বয় ২x ও ৩x
প্রশ্নমতে,
২x + ৩x = ১০৫°
⇒ ৫x = ১০৫°
⇒ x = ২১°
অপর কোণদ্বয় = ২ Χ ২১° ও ৩ Χ ২১°
= ৪২° ও ৬৩°