কাহ্নপা কোন ধরনের সাহিত্য রচনা করেছেন?

A বৈষ্ণবপদ

B চর্যাপদ

C বাউল পদ

D শাক্ত পদ

Solution

Correct Answer: Option B

কাহ্নপা চর্যাপদ রচনা করেছেন । চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী কাহ্নপা । তার রচিত তেরটি পদ চর্যাপদ গ্রন্থে গৃহীত হয়েছে । এই সংখ্যাধিক্যের পরিপ্রেক্ষিতে তাকে কবি ও সিদ্ধাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions