উচ্চারণস্থান অনুসারে 'ক, খ, গ, ঘ, ঙ' ধ্বনিগুলোর নাম কী?
A কণ্ঠ্যধ্বনি
B তালব্যধ্বনি
C মূর্ধন্যধ্বনি
D দন্ত্যধ্বনি
Solution
Correct Answer: Option A
- যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বার গোড়ার অংশ বা জিহ্বামূল নরম তালু বা কণ্ঠের কাছাকাছি অংশ স্পর্শ করে, তাদের কণ্ঠ্যধ্বনি বলা হয়।
- 'ক' বর্গীয় ধ্বনিগুলো (ক, খ, গ, ঘ, ঙ) কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তাই এদের কণ্ঠ্যধ্বনি বলা হয়।