যেসব ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে পূর্ণ ও স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, তাদের কী বলে?
A স্বরধ্বনি
B মৌলিক স্বর
C যৌগিক স্বর
D ব্যঞ্জনধ্বনি
Solution
Correct Answer: Option D
- যে সকল ধ্বনি উচ্চারিত হওয়ার জন্য স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয় এবং স্বাধীনভাবে স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, তাদের ব্যঞ্জনধ্বনি বলা হয়।
- ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও না কোথাও বাতাস বাধাপ্রাপ্ত হয়।
- যেমন: 'ক্' ধ্বনিটি উচ্চারণ করতে গেলে একটি স্বরধ্বনি 'অ'-এর সাহায্য নিয়ে 'ক' (ক্ + অ) হিসেবে উচ্চারিত হয়। এর বিপরীতে, স্বরধ্বনিগুলো অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে।