খনার বচন কি সংক্রান্ত?

A ব্যবসায়

B কৃষি

C রাজনীতি

D শিল্প

Solution

Correct Answer: Option B

ডাক ও খনার বচনকে বাংলা সাহিত্যের আদিযুগের সৃষ্টি বলে বিবেচনা করা হয় । তবে এর কোনো লিখিত নিদর্শন বর্তমানে নেই । ছড়া জাতীয় এসব রচনায় এদেশের আবহাওয়া ও কৃষি সম্পর্কিত বহু বিচিত্র অভিজ্ঞতার রুপায়ন ঘটেছে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions