বত্রিশ সিংহাসন- এর রচয়িতা কে?

A মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

B ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

C রামরাম বসু

D রাজীবলোচন মুখোপাধ্যায়

Solution

Correct Answer: Option A

- ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ- বত্রিশ সিংহাসন, হিতোপদেশ, রাজবলি ।

- রামরাম বসু রচিত গ্রন্থ- রাজাপ্রতাপাদিত্য চরিত্র ও লিপিমালা ।

- রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত গ্রন্থ- মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং ।

- নঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কয়েকটি গ্রন্থ- বেতালপঞ্চ-বিংশতি, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, আখ্যানমঞ্জরী ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions