কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?

A সোরানতরী

B বলাকা

C গীতালি

D গীতাঞ্জলি

Solution

Correct Answer: Option D

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম কাব্যগ্রন্থ গীতাঞ্জলি (১৯১০) । কবি 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ অনুবাদ করেন 'Song Offerings' (১৯১২) নামে । এ কাব্যগ্রন্থের ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats । মূলত Song Offerings গ্রন্থের জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরুষ্কার লাভ করেন । তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থঃ সোনারতরী, বলাকা, গীতালি, বনফুল, পুনশ্চ, সেঁজুতি, চিত্রা, ক্ষণিকা, শেষ লেখা, জন্মদিনে ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions