কোনটি সঠিক?
Correct Answer: Option C
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুণ হারিয়ে থাকে । যেমন- দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন । এখানে 'আলেমগণ' বহু বচনবাচক শব্দ । এর সঙ্গে 'সব' শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions