D-Day হিসেবে উদযাপন হয় কোন দিনটি?

A ৮ মে

B ৬ জুন

C ১৪ আগস্ট

D ৭ ডিসেম্বর

Solution

Correct Answer: Option B

১৯৪৪ সালের ৬ জুন নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার যৌথবাহিনীর সদস্য ফ্রান্সে অবতরণ করে । দিনশেষে প্রায় সাড়ে চার হাজার সৈন্য মারা যান , যা বিশ্বের সেনা ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান । ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে ডি - ডে নামে খ্যাত ওই অভিযানের মধ্যে দিয়ে । নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর বিজয়ের সূচনা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions