বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে কী সন্ধি বলে?

A স্বরসন্ধি

B ব্যঞ্জনসন্ধি

C নিপাতনে সিদ্ধ সন্ধি

D বিসর্গ সন্ধি

Solution

Correct Answer: Option D

-বিসর্গ সন্ধির ক্ষেত্রে, মিলিত দুটি ধ্বনির মধ্যে একটি সর্বদা বিসর্গ (ঃ) থাকে।
-অন্য ধ্বনিটি স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনি হতে পারে। যেহেতু এই সন্ধির মূল ভিত্তিই হলো বিসর্গের উপস্থিতি, তাই একে একটি আলাদা শ্রেণি হিসেবে "বিসর্গ সন্ধি" নামে অভিহিত করা হয়।

উদাহরণস্বরূপ
-বিসর্গ + স্বরধ্বনি: প্রাতঃ + আশ = প্রাতরাশ।
এখানে বিসর্গের (ঃ) সঙ্গে স্বরধ্বনি 'আ' যুক্ত হয়েছে।
-বিসর্গ + ব্যঞ্জনধ্বনি: মনঃ + কামনা = মনস্কামনা।
এক্ষেত্রে বিসর্গের (ঃ) সঙ্গে ব্যঞ্জনধ্বনি 'ক' যুক্ত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions