Solution
Correct Answer: Option C
বাংলাদেশের একমাত্র আশ বিহীন আমের নাম হচ্ছে রংপুরের হাড়িভাঙা আম । হাড়িভাঙা আম বিশ্বখ্যাত ও স্বাদে গন্ধে অতুলনীয় । হাড়িভাঙা ( Haribhanga ) আমটির গোড়াপত্তন করেছিলেন নফল উদ্দিন পাইকার নামের এক বৃক্ষবিলাসী মানুষ । শুরুতে এর নাম ছিল মালদিয়া ( Maldia ) ।