কোনটি উচ্চ রক্তচাপের জন্য জন্য দায়ী?

A থাইরয়েড গ্রন্থি

B পিটুইটারী গ্রন্থি

C অ্যাড্রিনালিন গ্রন্থি

D অগ্ন্যাশয়

Solution

Correct Answer: Option C

অপশনে সাড্রিনালিন গ্রন্থির পরিবর্তে অ্যাড্রিনালিন গ্রন্থি হলে সঠিক উত্তর ( গ ) । উচ্চ রক্তচাপের জন্য দায়ী গ্রন্থি হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি । টেনশন করলে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি উদ্দীপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকে অ্যাড্রিনালিন ’ নামে বিশেষ এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ ক্ষরিত হয় । পিটুইটারি গ্রন্থি মানবদেহের হরমােন । উৎপাদনকারী প্রধান গ্রন্থি । থাইরয়েড গ্রন্থি মূলত বিপাকের কাজ নিয়ন্ত্রণ করে । এই গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমােন নিঃসরিত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions