Solution
Correct Answer: Option D
'জল' শব্দের সমার্থক শব্দ- সলিল , উদক , নীর বারি পয়ঃ , অম্বু , অপ , অম্ভ , তােয় , অর্ণ । সমুদ্রের প্রতিশব্দ- জলধি , বারিধি , অর্ণব , পারাপার , রত্নাকর , জলনিধি নীলাম্বু , অম্বুধি , সরােধি , পাথার , উদধি ও বারীন্দ্র।