“পাখি সব করে রব, রাতি পোহাইল“ পঙ্খক্তির রচয়িতা -
A রামনারায়ণ তর্করত্ন
B বিহারীলাল চক্রবর্তী
C কৃষ্ণচন্দ্র মজুমদার
D মদনমোহন তর্কালংকার
Solution
Correct Answer: Option D
পঙক্তিটির রচয়িতা মদনমােহন তর্কালঙ্কার ( ১৮১৭ - ১৮৫৮ ) ’শিশুশিক্ষা ’ ( ১ম ও ২য় ভাগ - ১৮৪৯ এবং ৩য় ভাগ - ১৮৫০ ) নামক শিশুতােষ গ্রন্থ রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন । ’পাখি সব করে রব , রাতি পােহাইল ' পঙক্তিটি এ গ্রন্থের প্রথমভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতােষ কবিতা । কবির অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে - ' রসতরঙ্গিনী ’ ও ‘ বাসবদত্তা ' । কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজের অধ্যাপকগণ কর্তৃক ’কাব্যরত্নাকর ’ ও ‘ তর্কালঙ্কার ’ উপাধি পান ।