সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
A ১৯০৩
B ১৮৬৯
C ১৮৮৯
D ১৮৫৪
Solution
Correct Answer: Option B
ভূমধ্যসাগর ও লােহিত সাগরের মধ্যে সংযােগ স্থাপনকারী সুয়েজ খাল খনন শুরু হয় ২৪ এপ্রিল ১৮৫৯ । এটি প্রথম নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হয় ১৮৬৯ সালের ১৭ নভেম্বর । মিশর এ খালটি জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬ ।