' সুবর্ণ মধ্যক ’ হলো একটি দার্শনিক পরিশব্দ । ইংরেজিতে এটি হলো Golden Mean । এরিস্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক ( Golden mean ) বলেছেন । যেমন - একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব । এই দুই অবস্থার মাঝামাঝিটি ' ' সুবর্ণ মধ্যক ' ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions