প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
Correct Answer: Option A
বাংলা উপন্যাস রচনায় প্রথম কৃতিত্ব দেখান প্যারীচাঁদ মিত্র । তার রচিত 'আলালের ঘরের দুলাল' প্রথম উপন্যাস হলেও সার্থকতার বিচারে সফল নয় । সেজন্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত দুর্গেশনন্দিনী (১৮৬৫) ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions