৬০ মিটার একটি বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের টুকরাগুলির আকার হবে-

A ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার

B ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার

C ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার

D ১২ মিটার, ২০ মিটার, ২৮ মিটার

Solution

Correct Answer: Option C

অনুপাতের রাশিগুলোর যোগফল = (৩+৭+১০) বা ২০ 

 ১ম টুকরার দৈর্ঘ্য = (৬০ এর ৩/২০) বা ৯ মিটার 

 ২য়    "     "    = (৬০ এর ৭/২০) বা ২১ " 

 ৩য়   "     "   = (৬০ এর ১০/২০) বা ৩০ " 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions