বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
A নাইট্রোজেন
B পটাশিয়াম
C অক্সিজেন
D ফসফরাস
Solution
Correct Answer: Option A
উদ্ভিদ বাতাসের নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে
পারে না। বাতাসের নাইট্রোজেন বজ্রবৃষ্টির সময় বৃষ্টির
পানির সাথে মিশে নাইট্রিক এসিড রূপে ভূ-পৃষ্ঠে পতিত
হয়। পরে তা নাইট্রেড রূপে বিশ্লেষিত হয়ে উদ্ভিদের গ্রহণ
উপযোগী হয়।