উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের নির্মিত প্রথম উড়াল মেট্রোরেল যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
মেট্রোরেল এমআরটি লাইন -৬
। অনুমোদন : একনেক সভায় ১৮ ডিসেম্বর, ২০১২
। নির্মাণ কাজ শুরু : ২৬ জুন, ২০১৬
। উদ্বোধন : ২৮ ডিসেম্বর, ২০২২ (উত্তরা-আগারগাঁও)
। রুট : উত্তরা থেকে কমলাপুর
। উন্নয়ন সহযোগী : জাইকা, জাপান
। মালিকানা : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)
। দৈর্ঘ্য : ২১.২৬ কিলোমিটার
। স্টেশন সংখ্যা :১৭ টি
। সক্ষমতা : ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৫ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে
। প্রথম নারী চালকঃ মরিয়ম আফিজা
। পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু করে লন্ডন শহরে ১৮৬৩ সালে।
। মেট্রোরেল উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০টাকার স্মারক নোট মুদ্রণ করেছে।