তিস্তা ও ব্রহ্মপুত্রের মিলনস্থল কোথায়?
A গোয়ালন্দ
B আজমিরীগঞ্জ
C চিলমারী
D বগুড়া
Solution
Correct Answer: Option C
বহ্মপুত্র ভারতের ধুবুরির পরে গারো পাহাড়ের চারদিকে দক্ষিণ বাঁক নিয়ে বাংলাদেশের সমভূমিতে প্রবেশ করে। বাংলাদেশের চিলমারী পার হয়ে প্রবাহিত হওয়ার পরে তিস্তা নদী ডান তীরে যুক্ত হয় এবং তারপরে যমুনা নদীর দক্ষিণে ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) পথ অতিক্রম করে