Solution
Correct Answer: Option B
- 'To sit on the fence' একটি বাগধারা, যার আক্ষরিক অর্থ হলো 'বেড়ার উপর বসে থাকা'। যখন কেউ বেড়ার উপর বসে থাকে, তখন সে কোনো দিকেই থাকে না—না এপাশে, না ওপাশে।
- এই বাগধারাটি দ্বারা এমন একটি অবস্থাকে বোঝানো হয়, যেখানে কোনো ব্যক্তি কোনো বিবাদ বা বিতর্কে কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকে অথবা কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত থাকে।